দেবতা পুজায় বর্জ্জনীয় পুষ্পাদি/ দেবতার নিষিদ্ধ দ্রব্যাদি/দেবতার নিষিদ্ধ বাদ্য/পুষ্পের অভাবে ব্যবহার্য্য দ্রবাদি/পর্য্যুষিত পুষ্প


আসুন জেনে নেই গুরুত্বপূর্ণ কিছু তথ্য

1463241_175863435955763_1440183626_n
দেবতা পুজায় বর্জ্জনীয় পুষ্পাদিঃ→
পুরুষদেবতার রক্ত বর্ণ পুষ্প দ্বারা পুজা করা নিষেধ। সূর্য্য কে ধুতুরা এবং বিল্বপত্র,, গণেশকে তুলসীপত্র,,মহাদেব কে শ্বেতজবা দ্বারা পুজা করা নিষেধ।অর্কপুষ্প,,ধুতুরা,,বৃহতি,,শ্মশানজাত বৃক্ষের পুষ্প এবং শেফালিকা ভিন্ন অন্যান্য ভূপতিত পুষ্প দ্বারা দেবপূজা নিষিদ্ধ।উগ্র গন্ধ পুষ্প দ্বারা শিব পুজা নিষেধ।।
দেবতার নিষিদ্ধ দ্রব্যাদিঃ→
শিব ও সূর্য্য পুজার অর্ঘ্যে শঙ্খ নিষেদ্ধ। বিল্বপত্র তর্জনী ও অঙ্গুষ্ঠ দ্বারা গ্রহন করিয়া উপুড় করিয়া,,তুলসীপত্র অনামিকা- মধ্যমা ও অঙ্গুষ্ঠদ্বারা ধরিয়া চিৎ করিয়া এবং পুষ্প যেরূপভাবে বৃক্ষে উৎপন্ন হয় সেইরূপভাবে ধরিয়া দেবতাকে নিবেদন করিবেন। বিল্বপত্র অধোমুখ করিয়া দেবতাকে নিবেদন করিবেন। শ্রাদ্ধাদি কার্য্যে দুর্ব্বার গর্ভ অর্থাৎ কোক ফেলিয়া দিবেন। বাম হস্তে পুষ্পাদি লইয়া দেবতা পুজা নিষিদ্ধ।।
দেবতার নিষিদ্ধ বাদ্যঃ→
দুর্গার নিকট বাঁশী,,শিবের নিকট করতাল,, ব্রহ্মার নিকট ঢক্কা এবং লক্ষীর নিকট ঘন্টা বাদ্য নিষিদ্ধ।।
মনসা পূজায় ধুনা দেবেন না। দেবতাকে উৎসর্গীকৃত পুষ্পদ্বারা সাজাইবেন না। পুজা শেষ হইবার পূর্ব্বে নৈবিদ্য ভাঙ্গিবেন না। নির্ম্মাল্য পুষ্প এবং আশির্ব্বাদী পুষ্প মস্তকে ধারণ করিবেন।।
পুষ্পের অভাবে ব্যবহার্য্য দ্রবাদিঃ→ পুষ্পের অভাবে পত্র,,পত্রের অভাবে ফল,,ফলের অভাবে কুশদ্বারা দেবতা পুজা করিবেন।কুশের অভাব হইলে গুল্ম এবং ওষধি দ্বারা আর তাহারও অভাব হইলে কেবল জলদ্বারাই পুজা করিবেন।যদি জলেরও অভাব হয় তবে কেবল মানষিক উপাচারে পূজা করিবেন।।
পর্য্যুষিত পুষ্পঃ→
তুলসী,,দুর্ব্বা,,পদ্মপুষ্প,,মালতীপূষ্প,, জাতীপুষ্প,,যুতিকা পুষ্প,,করবী এবং চম্পক পুষ্প কখনো পর্য্যুষিত(বাসি) হয় না।